কোচবিহার: ঝড় বিধ্বস্ত এলাকায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (All India Women’s Cultural Organization)। শনিবার কোচবিহার-১ ব্লকের শুকটাবাড়ি, ছোট আঠারোকোটা, বড় আঠারোকোটা সহ বেশ কিছু এলাকায় প্রায় ১৫০ জন মেয়ের হাতে সেগুলি তুলে দেওয়া হয়েছে সংগঠনের তরফে।
জানা গিয়েছে, সম্প্রতি বিধ্বংসী কালবৈশাখীর তাণ্ডবে ধূলিস্যাৎ হয়ে যায় গোটা এলাকা। ভেঙে যায় কয়েক হাজার ঘরবাড়ি। আহত হয় বহু মানুষ। এরপর আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফে সুস্মিতা বর্মন জানান, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে এদিন স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে।