আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নার্সকে লাগাতার ধর্ষণ। অভিযোগ উঠল কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত আলিপুরদুয়ারের খ্যাতনামা গাইনোকলজিস্ট। গত ১ জানুয়ারি আলিপুরদুয়ার মহিলা থানায় ওই নার্স চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মঙ্গলবার ওই নার্স আলিপুরদুয়ার কোর্টে গোপন জবানবন্দি দেন। তাঁর মেডিকেল টেস্টও করানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ২০১৬ সালে ওই নার্স কাজে যোগ দেন। ওই সময় জেলা হাসপাতালে কর্তব্যরত অভিযুক্ত গাইনোকলজিস্ট সঙ্গে তাঁর পরিচয় হয়। নার্সের অভিযোগ, ২০১৮ সালে অভিযুক্ত প্রথমবার নিজের কোয়ার্টারে নিমন্ত্রণ করে। সেই সময় তাঁকে ধর্ষণ করে সে। ওই সময় নার্সের অশ্লীল ছবিও তুলে রাখেন চিকিৎসক। এরপর ওই অশ্লীল ছবি দেখিয়ে আরও একাধিকবার তাঁকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু সেই সব মিথ্যে প্রতিশ্রুতি ছিল। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
ধর্ষণের ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, ‘কারও ব্যক্তিগত বিষয়ে আমার কিছু জানা নেই। আমাকে কেউ কিছু জানায়নি। তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।‘ অভিযোগকারী নার্সের আইনজীবী রাজীব সাহাবলেন, ‘অভিযুক্ত ব্যক্তি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ, ব্ল্যাকমেল এমনকি হুমকিও দিয়েছে নার্সকে। আশা করছি অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।‘ তবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।