মালদা, ৭ মার্চঃ তদন্তে গাফিলতির অভিযোগে মালদার ইংরেজবাজার থানার আইসি সহ চার পুলিশকর্তাকে ক্লোজ করল জেলা পুলিশ। শনিবার রাতে পুলিশ সুপারের নির্দেশে ওই চার পুলিশকর্তাকে ক্লোজ করা হয়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলার পুলিশ মহলে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, তদন্তে গাফিলতির অভিযোগে ইংরেজবাজার থানার আইসি এবং আরও তিন অফিসারকে ক্লোজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়ে গিয়েছে৷ জেলা পুলিশের তরফে ইংরেজবাজার থানার দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হয়েছে ক্রাইম মনিটারিং সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসার ত্রিগুণা রায়কে। রাতেই নিজের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার আইসি আমলেন্দু বিশ্বাস, মেজোবাবু সুবির সরকার, এসআই নরবু ডুকপা ও তনয় চক্রবর্তীকে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
চোলাইয়ের কারবার রুখে দিয়েছে মাশরুম
মাশরুম চাষ করে চেলাই মদের কারবার রুখে নজির ডালখোলায় I
Read more