ডিজিটাল ডেস্ক: আইনের দরজায় রাজনীতির লড়াই। আজ হাইকোর্টের বাইরে নজিরবিহীন অশান্তি দেখা গেল। সূত্রের খবর, হাইকোর্টের (High Court) বাইরে আজ তৃণমূল (TMC) সমর্থিত আইনজীবীরা এবং বিজেপি (BJP) ও বাম আইনজীবীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি, অশান্তি হয়। বিষয়টি নিয়ে বিচারপতি মান্থারের এজলাসে নালিশ জানান বিজেপি ও বাম আইনজীবীরা। কিন্তু বিচারপতি মান্থা জানিয়েছেন, এজলাসের বাইরে যদি কিছু হয় তাহলে তার দায়িত্ব তিনি নিতে পারবেন না। তবে এজলাসের বাইরে কিছু হলে অবশ্যই তা প্রভাব ফেলবে বিচার প্রার্থীদের ওপর। একইসাথে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা বাম নেতা এই প্রসঙ্গে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে প্রধান বিচারপতি এই বিষয়টি নিয়ে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের ঐতিহ্য লঙ্ঘিত হয়েছে এভাবে ঘরের সামনে বিক্ষোভ দেখানোয়। আইনজীবীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথা বলেন তিনি। সবমিলিয়ে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।