কলকাতা ডেস্ক: দেশে ফের হু হু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এদিকে, করোনার নয়া প্রজাতি ওমিক্রন নতুন করে আতঙ্ক তৈরি করেছে। সময়ের সঙ্গে সঙ্গে বদল আসছে করোনার উপসর্গেও। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রামিতদের মধ্যে বেশ কিছু উপসর্গ দেখা যাচ্ছে। তাঁদের বেশিরভাগের মধ্যেই হালকা জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, ক্লান্তি বোধ করা, ঘন ঘন হাঁচি ইত্যাদি উপসর্গ থাকছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial