ডিজিটাল ডেস্ক: সাজতে আমরা সবাই ভালোবাসি। আর বাড়ির বাইরে বেড়োতে হলে নিজেকে পরিপাটি করে যাওয়াই শ্রেয়। কিন্তু বেশি মেকআপ বা রোজ মেকআপ আপনার ত্বকের অনেক ক্ষতি করছে।
১. ত্বকের ডিহাইড্রেশন – ফাউন্ডেশন, ব্লাশ, পাউডার বেশি পরিমাণে ব্যবহার করলে তা ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ফলে ত্বক ডিহাইড্রেড হয়ে পরে।
২. ব্যাকটেরিয়া সংক্রমণ – আপনি যখন নিয়মিত মেকআপ করেন তখন প্রতিদিন মেকআপ ব্রাশগুলি ধোয়া হয়ে ওঠে না। ফলে সেগুলিতে খুব সহজেই ব্যাকটেরিয়া সংক্রামিত হয়ে পরতে পারে।
৩. ব্রণর দাগ – মেকআপের বিভিন্ন প্রোডাক্টগুলি ত্বকের সিবাম উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে ব্রণ দেখা যায়।
৪. চোখের ক্ষতি – মাস্কারা বা কাজল দীর্ঘক্ষণ চোখে লাগিয়ে রাখলেও ক্ষতি হয়, অনেকসময় চোখ জ্বালা করে।
৫. বলিরেখা বৃদ্ধি করে – চোখের চারপাশে বিভিন্ন মেকআপ প্রোডাক্ট লাগানোর ফলে ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হয় এবং বলিরেখা দেখা দেয়।
আরও পড়ুন: গরমে খুব ঘাম হচ্ছে? জেনে নিন ঘামের গন্ধ দূর করার সহজ উপায়………