ডিজিটাল ডেস্ক: অনেকেই কুকুর পুষতে চান, কিন্ত বুঝে উঠতে পারেন না ফ্যামিলি ডগ হিসেবে কোন ব্রিডের কুকুর সেরা। বাড়িতে কুকুরের বাচ্চা নিয়ে আসার আগে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি রোজ যথেষ্ট সময় দিতে পারবেন আপনার পোষ্যের জন্য? কুকুর যদি বাচ্চা হয় তাহলে সেই সময়ের পরিমাণ অনেক বেশি। একটা বাচ্চা কুকুরকে দিনে তিন থেকে চারবার খাওয়াতে হয়। খাওয়ার পরেই তাকে নিয়ে বাইরে যেতে হবে যাতে সে হালকা হতে পারে। বিশেষ করে বাচ্চা কুকুর বেশি দুর্ঘটনায় পড়ে। সেদিকে নজর দিতে হবে আপনাকেই।রাতের বেলায় বেশ কয়েকবার ও আপনার ঘুম ভাঙিয়ে দিতে পারে। কারণ ও চায় বাইরে যেতে। অথবা একঘেয়ে লাগতে পারে। বাচ্চা কুকুর বাড়িতে একা বেশিক্ষণ থাকতে পারে না। ফলে আপনাকেই বাড়িতে থাকতে হবে।
ল্যাব্রাডর রিট্রিভার – এরা বন্ধু মনোভাবাপন্ন। খেলতে পারে সবার সঙ্গে। খুবই কর্মক্ষম। বাচ্চাদের সঙ্গে এদের সম্পর্ক খুব ভালো হয়।
বুলডগ – এরা শান্ত কিন্তু সাহসী। বন্ধু মনোভাবের। খুব বেশি সক্রিয় নয়। এদের রোজ হাঁটানো দরকার।
গোল্ডেন রিট্রিভার – এরা খুবই বুদ্ধিমান, বন্ধুবৎসল এবং মালিকের প্রতি নিবেদিত। বই সক্রিয় এবং অত্যন্ত এনার্জেটিক। রোজ ব্যায়াম করাতে হবে।
পাগ – এরা একটু দুষ্টু এবং ভালোবাসা প্রিয়। স্বাভাবিক এনার্জির। এমনিতে তেমন অ্যাথলেটিক নয়। এদের পা খুবই শক্ত। কিন্তু অসীম কৌতূহলী। নিয়মিত ব্যায়াম করাতে হবে।
আরও পড়ুন: Pet’s Care | পোষ্য কুকুর কি বেশি আগ্রাসী ? কোন লক্ষণ দেখে বুঝবেন জানুন….