কিশনগঞ্জ: চিকিৎসকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বিহারের পূর্ণিয়ায়। বুধবার চেম্বার থেকে সোমনাথ চট্টোপাধ্যায় নামে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ওই সিনিয়ার কার্ডিওলজিস্টের দেহ উদ্ধার হয়। ওই চিকিৎসাক সোমবার রাত ২টা পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন। তারপরই তাঁর মৃত্যু হয়। চেম্বারের ডাস্টবিনে কিছু ইনজেকশন এবং খালি শিশি উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান খাজাঞ্চিহাট থানার ওসি সুভাষ মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক সুরেন্দ্রকুমার সরোজ। এছাড়াও ফরেন্সিক টিমও সেখানে পৌঁছায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক কলহের জেরে ওই চিকিৎসক আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার রাতে ওই চিকিৎসক ফোনে কারও সঙ্গে চিৎকার করে কথা বলছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মোবাইলটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: সরকারি টাকা তছরুপের অভিযোগ, রায়গঞ্জের এফসিআই দপ্তরের দুই উচ্চপদস্থ আধিকারিক গ্রেপ্তার