কলকাতা: জাতীয় সড়কে চিকিৎসককে পিষে দিল লরি! আহত গাড়ির ২ যাত্রী। সোমবার পশ্চিম মেদিনীপুরের(West Midnipur) ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে ঘটনাটি ঘটে। মৃত ওই চিকিৎসকের নাম গৌতম মুখোপাধ্যায়। এদিন খড়গপুর থেকে গাড়িতে দিঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি সহ পাঁচজন। জাতীয় সড়কে লরিটি গাড়িকে ওভারটেক করতে গেলে চালকের সঙ্গে চিকিৎসকের বচসা হয়। লরি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন চিকিৎসক। সেইসময় তাঁকে পিষে দিয়ে চলে যায় লরিটি। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, এটা কি প্রকৃতই দুর্ঘটনা, নাকি ‘খুন’?। ঘটনায় আহত হয়েছেন গাড়ির আরও ২ যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে নারায়ণগড় থানার পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ