কলকাতা: গোরুপাচার মামলায় এর আগে কলকাতায় হাজিরা দিতে এসে নিজাম প্যালেসের বদলে গাড়ি নিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । যদিও চিকিৎসকরা তাঁকে আর ভর্তি নেননি। এরপর এসএসকেএম থেকে বেরিয়ে ফিরে যান বোলপুরের বাড়িতে। মঙ্গলবার সেই বাড়িতেই অনুব্রতকে দেখতে যান বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষার পর অনুব্রতর শারীরিক সমস্যার কথা জানান তাঁরা।
চিকিৎসকরা জানান, স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে অনুব্রতর। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে অর্শের সমস্যা। আগে একবার অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু বর্তমানে অনুব্রতর শারীরিক পরিস্থিতি দেখে আর অস্ত্রোপচার করতে চান না তাঁরা। এছাড়া অনুব্রতর শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, অনুব্রত মানসিকভাবে ভেঙে পড়েছেন। দিনে দু’বার করে নেবুলাইজার নিতেও বলা হয়েছে তৃণমূল নেতাকে। এদিকে, অনুব্রত কি কলকাতায় যাওয়ার অবস্থায় রয়েছেন? এই প্রশ্নের উত্তরে চিকিৎসকরা জানান, যাওয়ার অবস্থায় রয়েছেন ঠিকই। কিন্তু অনুব্রত কিছুদিন বাড়িতে বিশ্রাম নিলেই ভালো। তবে কি বুধবার কলকাতায় আসবেন ‘কেষ্ট’? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে।