হাসিমারা: সড়ক সুরক্ষা নিয়ে তথ্যচিত্র তৈরি করছে উত্তরবঙ্গের একটি সংস্থা। বৃহস্পতিবার চিলাপাতা অভয়ারণ্যের সড়ক ও হাসিমারার কাছে এশিয়ান হাইওয়ে ৪৮-এর ফ্লাইওভারে ওই তথ্যচিত্রের শুটিং হয়। তথ্যচিত্রের চিত্রনাট্যকার ও পরিচালক রোপ আখতার আহমেদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনা রুখতে ও যান চালকদের সচেতন করতে এই তথ্যচিত্র সহায়ক হবে।
তথ্যচিত্রের প্রযোজক গোবিন্দ বর্মন। এতে অভিনয় করেছেন পদ্মশ্রী করিমুল হক, অনিমেষ ঘোষ, পায়েল রায়, বিষ্ণু বর্মন, রাহুল হোসেন প্রমুখ শিল্পী। তথ্যচিত্রতে গান গেয়েছেন ঈশিতা ঘোষ। একাজে সহযোগিতার জন্য পুলিশ ও প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন রোপ আখতার আহমেদ।