ময়নাগুড়ি, ১৯ এপ্রিলঃ পথ কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ময়নাগুড়ি শহরের হাসপাতাল পাড়ার ঘটনা। এই ঘটনায় শুক্রবার রাতে ময়নাগুড়ি থানায় তড়িৎ দাস নামে ওই যুবকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন হাসপাতাল পাড়ার বাসিন্দারা। অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তড়িৎ মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পথে বাইক নিয়ে একটি কুকুরকে ধাক্কা মারে। এরপর এলাকার কুকুরগুলো চিৎকার করতে থাকে। সেই সময় তড়িত্ বাড়ি থেকে বাটাম নিয়ে এসে কুকুরগুলোকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এতে একটি কুকুর মারা যায়।
- Advertisement -
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী