ডিজিটাল ডেস্ক : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সরস্বতী পুজোর দিন রাজভবনে হয়ে গেল রাজ্যপালের হাতে খড়ি। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আমন্ত্রিত ছিলেন শুভেন্দু অধিকারীও। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা সবসময়তেই চাই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী একসাথে কাজ করুক। আমরা কখনই রাজ্যপালের বিরুদ্ধে নই। সংবিধানিক পদে যিনি রয়েছেন তাকে যথেষ্ট সম্মান করে বিজেপি।
তিনি আরও বলেন,’ রাজ্যপাল কখনই কারও ব্যক্তিগত অধিকার নয়। তিনি সংবিধানের জন্য কাজ করবেন। তাঁকে সর্বদা লক্ষ রাখতে হবে রাজ্যের কোথাও সংবিধানিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে কিনা’। পাশাপাশি রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানকে রাজ্যবাসীর জন্য ভালো বার্তা বলেই দাবি করলেন বিজেপি মুখপাত্র।