রায়গঞ্জ ও কিশনগঞ্জ: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Dr. Shyamaprasad Mukherjee) বলিদান দিবসে বিজেপির তরফে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হল রায়গঞ্জে। বৃহস্পতিবার বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার, প্রাক্তন জেলা সভাপতি শংকর চক্রবর্তী, যুব মোর্চার সভাপতি সাধন ঘোষ সহ আরও অনেকে। পাশাপাশি এদিন সুভাষগঞ্জ ঘোষপাড়া মুকুন্দ মঞ্চে স্বচ্ছতা অভিযান করা হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে জেলাজুড়ে শ্রদ্ধা জানান বিজেপি’র নেতা-কর্মীরা। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও হয়। বিজেপি-র জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের সবচেয়ে বড় আইকন।
এদিকে কিশনগঞ্জ শহর ও ঠাকুরগঞ্জে এদিন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলিদান দিবস পালন করা হয়। এদিন শহরের ধেকসারা কালীমন্দির চত্বরে বিজেপি যুব মোর্চার সদস্যরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। মন্দির চত্বর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। ঠাকুরগঞ্জে বিজেপির তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
আরও পড়ুন : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে বিজেপির শ্রদ্ধাঞ্জলি, টুইট মোদি-শা’র