বালাসোর: আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। সোমবার ওডিশার বালাসোরে লঞ্চিং প্ল্যাটফর্ম থেকে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা মূলকভাবে উৎক্ষেপণ করা হয়। ৩০ কিলোমিটার দূরত্বে সেটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ৭০ কিলোমিটার। ২০১৯-এ প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের (আকাশ ১ এস ভেরিয়ান্ট) উৎক্ষেপণ করা হয়েছিল। সোমবার তার দ্বিতীয় সংস্করণের পরীক্ষা হল বলে ডিআরডিও-র তরফে জানানো হয়েছে। এই মিসাইল সিস্টেমে মাল্টিফাংশনাল রাডার ব্যবস্থা রয়েছে। ৭২০ কিলোগ্রাম ওজনের ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে দ্রুত গতিতে আঘাত হানতে পারে। মাঝ আকাশে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে এর জুড়ি নেই। লাদাখকে কেন্দ্র করে ভারত-চিন উত্তেজনার আবহে এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার তরুপের তাস হতে পারে বলে মনে করা হচ্ছে।