বীরপাড়া, ২০ জানুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ভুটান সীমান্তবর্তী লঙ্কাপাড়া বাজারে পানীয় জল সরবরাহের জন্য একটি ‘ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট’ তৈরি করা হয়েছিল। সোমবার এসএসবির সিমলাবাড়ি ফালাকাটা ৫৩ নং ব্যাটেলিয়নের তরফে তৈরি ‘ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট’-এর উদ্বোধন করা হল। এদিন সেখানে উপস্থিত ছিলেন ৫৩ নং ব্যাটেলিয়নের কমান্ডান্ট অরবিন্দ কুমার, ‘এ’ কোম্পানির ইনচার্জ ইন্সপেক্টর আনন্দ কুমার, লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা মঙ্গর ছেত্রী, উপপ্রধান বিনেশ রাই প্রমুখ। কমান্ডান্ট অরবিন্দ কুমার বলেন, ‘এসএসবির সিভিক অ্যাকশন প্রকল্পে স্থানীয় ও পর্যটকদের জন্য সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।’ লঙ্কাপাড়ার উপপ্রধান বিনেশ রাই বলেন, ‘এসএসবির প্রয়াসে লঙ্কাপাড়া বাজার এলাকায় পানীয় জলের সমস্যার অনেকটাই সমাধান হল।’
রাস্তার পাশে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন মহিলা
ডালখোলা: ব্যস্ততম জাতীয় সড়কের পাশে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। ঘটনা নজরে আসতেই ডালখোলা (Dalkhola) থানার পুলিশ মা...
Read more