মাটিগাড়া: পানীয় জলের সমস্যা নিয়ে সরব স্থানীয়রা। মাটিগাড়া (Matigara) ২ গ্রাম পঞ্চায়েতের কদমতলা চা বাগান এলাকার ঘটনা। ওই এলাকায় পিএইচই জলের ব্যবস্থা না থাকায় একমাত্র ভরসা কুয়ো অথবা চা বাগানের জল। অভিযোগ, অনেক সময় তাও মেলে না। তাই বাধ্য হয়ে আয়রনযুক্ত জল পান করতে হয় স্থানীয়দের। এছাড়া এলাকায় নেই কোনও নিকাশি ব্যবস্থা, পথবাতি। স্থানীয়রা জানান, দীর্ঘ ২০ বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তাঁরা। স্থানীয় স্বপন ওরাওঁ জানান, এলাকায় প্রায় ৫টি কুয়ো রয়েছে। কিন্তু বছরের বেশিরভাগ সময় জল গভীরে থাকায় তুলতে অসুবিধা হয়। ফলে খুব কম জল সরাবহ করা যায়। স্থানীয় ভীম ওরাওঁ জানিয়েছেন, কুয়োর আয়রনযুক্ত জল পান করে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। এবিষয়ে মাটিগাড়া ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি ঘোষ জানিয়েছেন, শীঘ্রই চা বাগান এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Siliguri | শিলিগুড়ি শিক্ষা জেলার ৩১তম ক্রীড়া প্রতিযোগিতা