ডিজিটাল ডেস্ক : হামেশাই ক্যাব চালক এবং যাত্রীদের মধ্যে গন্ডগোলের খবর শোনা যায়। কিন্তু এবার গন্ডগোল এমন জায়গায় গেল যে ক্যাব চালকের হাতে মৃত্যু হল যাত্রীর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে(Chennai)। জানা গিয়েছে, রবিবার চেন্নাইয়ের পুরাতন মহাবালিপুরম রোডে তথ্যপ্রযুক্তি কর্মী এইচ উমেন্দর ও তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বেড়াতে যান। তিনি বুক করেছিলেন একটি ক্যাব। ক্যাবের গাড়িটি এলে তাঁরা যখন ছুটে গাড়িতে উঠতে যান তখন ক্যাবের চালক এন রবি তাঁদের বাধা দেয়। প্রথমে ওটিপি চেক করে তারপর গাড়িতে আবার তাঁদের তোলা হয়। উমেন্দরের স্ত্রী অভিযোগ করেছেন, ক্যাব চালক প্রতিমুহূর্তেই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এরপর গাড়ি থেকে সবাই নামার পর উমেন্দরের সঙ্গে ক্যাব চালক এন রবির হাতাহাতি শুরু হয়। এই সময় ক্যাব চালক উমেন্দরকে ঘুসি মারে বলে অভিযোগ উঠেছে। এবং তাতেই রাস্তায় অচৈতন্য হয়ে পড়ে যায় উমেন্দর। তাঊর স্ত্রী এবং সন্তানরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উমেন্দরকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এরপর কেলামবাক্কম থানায় পুলিশ খুনের মামলা রুজু করে। গ্রেপ্তার করা হয় ক্যাব চালক এন রবিকে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। পাশাপাশি উমেন্দরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে এই ঘটনাটি অন্যান্য ক্যাব যাত্রীদের জন্য যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে বলে জানা যাচ্ছে।
মরার আগে পর্যন্ত জেল থেকে ছাড়া পাবেন না অনুব্রত, দাবি প্রাক্তন তৃণমূল নেতার
বর্ধমান: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেপ্তার হতেই মুখ খুললেন গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় বৃহস্পতিবার...
Read more