বালুরঘাট: বালুরঘাট (Balurghat) রেলস্টেশনে শুরু হয়েছে সিক-পিট লাইন তৈরির কাজ। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বালুরঘাটে এলেন কাটিহার ডিভিশনের রিজিওনাল ম্যানেজার শুভেন্দু চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বুধবার ইনস্পেকশন ক্যারেজের মাধ্যমে তাঁরা বালুরঘাটে এসে পৌঁছোন। স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের কাছেই তখনও সেই লাইন তৈরির কাজ চলছিল। তিনি ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিস্তর আলোচনা করেন।
এই বিষয়ে ডিআরএম শুভেন্দু চৌধুরী বলেন, ‘স্টেশনের পাশেই বগি ধোয়া ও রক্ষণাবেক্ষণের জন্য সিক ও পিট লাইন তৈরি করার কাজ চলছে। আশা করছি, মার্চের মধ্যে এই কাজ শেষ হবে। পাশাপাশি, মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। সেখানে ভবিষ্যতে গুরুত্ব অনুযায়ী গুডস শেড তৈরি করা হতে পারে। যে এখন আদিনা ও বারসোই স্টেশনে রয়েছে। তাছাড়াও, প্ল্যাটফর্মের সৌন্দর্য ও দৈর্ঘ্য বৃদ্ধি, রিটায়ারিং রুম তৈরি সহ একাধিক কাজ রয়েছে। সফট আপগ্রেডেশনের জন্য ২.৫ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব জেনারেল ম্যানেজারের কাছে আছে। তা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘সিক ও পিট লাইন তৈরির জন্য আর্থমুভার দিয়ে দ্রুত কাজ চলছে। এটি তৈরি হলে দূরপাল্লার ট্রেন পাওয়ার পথ খুলে যাবে। এমপি ল্যাড থেকে জেলার বিভিন্ন স্টেশনে ওভার ব্রিজ, ফুট ব্রিজ তৈরি করা হচ্ছে। দ্রুত ট্রেন ক্রসিংয়ের জন্য লুপ লাইন তৈরি করা হবে। রেলের মানচিত্রে দক্ষিণ দিনাজপুর একটা অন্য মাত্রা পেতে চলেছে। পাশাপাশি, হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণ কাজের সঙ্গে যুক্ত আধিকারিকরা এদিন ছিলেন। তারা ডিআরএমের সঙ্গে কথা বলেছেন। জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলেই সেই কাজ শুরু হয়ে যাবে।’
আরও পড়ুন : তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ডালখোলায়