বালুরঘাট: বাংলাদেশে পাচারে আগেই বালুরঘাটের (BALURGHAT) কলকলা খাঁড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ছয়জন যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার বাজেয়াপ্ত হওয়া আট হাজার মাদকদ্রব্যের মধ্যে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৪ হাজার টাইডল ট্যাবলেট ছিল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানার পুলিশ ক্রেতা সেজে হানা দিয়ে মাদকদ্রব্য সহ ছয়জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পুলিস সূত্রে খবর, ওই পাচার গ্যাং-এর মূল পান্ডা হল আইয়ুবুদ্দিন মণ্ডল। তার বাড়ি হিলির ডাবড়া এলাকায়। তার নামে আগেও পাচারের মামলা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া বাকি ধৃতদের নাম অসীম ঘোষ, আতার মণ্ডল, বিপ্লব মহন্ত, নূর হোসেন মণ্ডল। সকলের বাড়ি হিলি ব্লকের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। বাকি নির্মল দাসের বাড়ি বালুরঘাট শহর সংলগ্ন দোগাচী এলাকায়।
এদিন ধৃতদের বালুরঘাট আদালতে পাঠানো হলে তাদের ১২ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। মাদকদ্রব্য পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Harirampur | বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গণ আন্দোলনের প্রস্তুতি হরিরামপুরে