রায়গঞ্জ: জমি নিয়ে বিবাদের জেরে কাকার আঙুল কেটে দিল ভাইজি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল ইটাহার (ITahar) থানার সুরুন গ্রাম পঞ্চায়েতের ডোহোল গ্রামে। জখম কাকা ইয়াসিন আলি বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে এই ঘটনায় ভাইজি সহ দু’জনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রিনা বেগম (২৫) ও হাজেরা বিবি (৪৪)। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, মাঠের জমির আল বাঁধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গণ্ডগোলের জেরে এই ঘটনা। এদিন দুপুরে ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: Unnatural death | গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু কালিয়াগঞ্জে, গ্রেপ্তার স্বামী