মেটেলি: লকডাউন চলছে। বাজার ঘাট বন্ধ। উৎপাদিত কৃষি ফসল বিক্রি হচ্ছে না। ফলে মাথায় হাত কৃষকদের। তার ওপর বেড়ে গেছে কৃষিকাজের নানান সামগ্রীর দাম। দাম বাড়লেও বাজারে পর্যাপ্ত হারে পাওয়া যাচ্ছে না কৃষিসামগ্রী। মেটেলি ব্লকের কৃষি প্রধান বিধাননগর গ্রামপঞ্চায়েতের কৃষকেরা লকডাউনের জেরে ঘোর সমস্যায় পড়েছে। পটল, করলা, কুমড়া সহ অন্যান্য ফসল তারা জমি থেকে তুলতে সাহস পাচ্ছে না। জমিতেই পচে যাচ্ছে। বিধাননগর গ্রামপঞ্চায়েতের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষিকাজ করে সংসার চালায়। গ্রামপঞ্চায়েতের মাথাচুলকা, কলাবাড়ি, শালবাড়ি, বগিলাধুরা, খালপাড়া সহ নানান এলাকায় কৃষিকাজ হয়।
কলাবাড়ি এলাকার কৃষক দীনেশ চন্দ্র রায় বলেন, ‘আমার মূল পেশা কৃষিকাজ। এই দিয়েই আমাদের সংসার চলে।কিন্তু লকডাউনের জেরে ফসলের নায্য দাম পাচ্ছি না। বাজারে লোক নেই। পাইকাররাও আসছে না। গত বছর পটল এই মরসুমে কেজি প্রতি ৮০-১০০ টাকা বিক্রি হতো। এখন তা দিতে হচ্ছে ১৫-২০ টাকায়। একই দাম অন্যান্য ফসলেরও। তার ওপরে বেড়েছে কৃষিকাজের সামগ্রীর দাম। প্লাসটিকের যে সূতলীর দাম ছিল ৫২-৫৫ টাকা তার দাম এখন ১৫০-১৮০ টাকা। তাও পাওয়া যাচ্চে না দোকানে। বাঁশের দামও বেড়েছে। জমিতে কাজ করার জন্য শ্রমিকরা আসছে না। এভাবে চলতে থাকল লাভ তো দূরের কথা আসল তোলাই মুস্কিল হবে। সংসার কি করে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
এই অবস্থায় সরকারকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানান কৃষকেরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হয় তার দিয়েই তাকিয়ে এখন দিনেশের মতো হাজারো কৃষক।