লখনউ: লকডাউনের জেরে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় আত্মঘাতী হলেন হতাশ স্বামী। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার রাধাকুণ্ড এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাকেশ সোনি (৩২)। পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন, বুধবার ওই ব্যক্তি তাঁর ঘরের সিলিং থেকে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।
এদিকে তাঁর স্ত্রী লকডাউনের আগেই নিজের বাপের বাড়িতে গিয়েছিল। পরে লকডাউন পরিস্থিতিতে সেখানেই আটকে পড়েন বলে খবর। অন্যদিকে তাঁর স্বামী নিজের বাড়িতে একাই থাকতেন। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর দেখা না পাওয়ায় একরকম হতাশ হয়ে পড়েছিলেন তিনি। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করে ওই ব্যক্তি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।