আসানসোল: ছোট পাথর বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রাস্তার পাশের একটি মোবাইল ও একটি ইলেকট্রিক দোকানে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে আসানসোলের উত্তর থানার পাঁচগাছিয়ার রাজীব চকের কাছে। জানা গিয়েছে, এদিন ভোরে ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগকারী আন্তঃরাজ্য রাস্তা দিয়ে বারাবনির দিক থেকে আসানসোলে যাচ্ছিল ছোট পাথর বোঝাই একটি ডাম্পার। রাজীব চকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে রাস্তার পাশের এক মোবাইল ও ইলেকট্রিকের দোকানে। সেই সময় ওই দোকানগুলির ভেতরে কেউ ছিলেন না। শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। পরে খবর পেয়ে আসে পুলিশ। দুটি দোকান ছাড়া সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটো ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ওই ঘটনায় গুরুতর জখম হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডাম্পারের চালক ও খালাসি। খালাসির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় ডাম্পারের কেবিনের ভেতরে আটকে পড়েছিলেন চালক ও খালাসি। ডাম্পারের সামনের কাচ ও দরজা ভেঙে উদ্ধার করা হয় তাদেরকে। ডাম্পারটি ঝাড়খণ্ড নম্বরের। পুলিশ সেই নম্বরের সূত্র ধরে মালিকের খোঁজ করছে। ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন : তরুণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার