শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ মহালয়ার সকালে পুজো কার্নিভালের উদ্বোধন হল শিলিগুড়িতে। পর্যটন দপ্তরের উদ্যোগে এবছর থেকেই শুরু হচ্ছে পুজো কার্নিভাল। সেই মতো শনিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হিলকার্ট রোড হয়ে এয়ারভিউ মোড়ে যায় শোভাযাত্রাটি। সেখানে পর্যটন দপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। এরপর শোভাযাত্রাটি বাঘাযতীন পার্কে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, পর্যটন দপ্তরের আধিকারিকরা, বিভিন্ন সংস্কৃতি প্রেমী মানুষ সহ অন্যান্যরা।
- Advertisement -