রহিদুল ইলসাম, মেটেলি: একাদশীতে মেটেলি ব্লকের বেশ কয়েকটি দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হল। মঙ্গলবার উত্তর ধুপঝোরা পিপলস ক্লাবের প্রতিমা সংলগ্ন মূর্তি নদীতে বিসর্জন দেওয়া হয়।
- Advertisement -
এছাড়া মেটেলি বাজারের কয়েকটি প্রতিমা মেটেলি শ্মশান কালীবাড়ির কুর্তি নদীতে বিসর্জন দেওয়া হয়। মেটেলি ব্লকের বেশিরভাগ প্রতিমাই গতকাল বিসর্জন দেওয়া হয়েছে। এদিন বিসর্জনকে কেন্দ্র করে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। পুজো উদ্যোক্তাদের তরফে বিসর্জনে অংশগ্রহণকারীদের মাস্ক দেওয়া হয়।