রহিদুল ইসলাম, মেটেলি: করোনা পরিস্থিতির জেরে মহাসপ্তমীতে মেটেলি ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপে তেমনভাবে দর্শনার্থীদের ভিড় দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মেনেই সপ্তমীর সন্ধ্যায় খুব কম সংখ্যক দর্শনার্থী আসতে থাকে পুজো মণ্ডপগুলিতে। যদিও ভিড় সামলাতে বিভিন্ন পুজো মণ্ডপে ছিল পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
- Advertisement -
গতকাল মেটেলি কালীবাড়ি, আমরা সবাই পুজো কমিটি, এফইউসি, কালচারাল ক্লাব, মহিলা সর্বজনীন, সুরভি সাংস্কৃতিক ও মেটেলি পঞ্চায়েত মোড় দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে দর্শনার্থীদের সংখ্যা ছিল হাতে গোনা। চালসা, মঙ্গলবাড়ি, বাতাবাড়ি, ধুপঝোরা, বিধাননগরের পুজো মণ্ডপগুলিরও একই অবস্থা ছিল। তবে অষ্টমী থেকে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে পুজো কমিটিগুলির তরফে আশা করা হচ্ছে। গতকাল উত্তর ধুপঝোরা পিপলস ক্লাবের পুজোয় মূর্তিতে আসা পর্যটকরাও শামিল হন।