কলকাতা: আজ মহাষষ্ঠী। রীতি মেনে বেলুড় মঠে(Belur Math)শুরু হল পুজো। শনিবার ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়। এরপর সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে। করোনার পর্বের পর এবার দর্শকদের জন্য বেলুর মঠের দরজা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই দেবী দর্শনে ভক্তরা আসতে শুরু করেছেন।
কলেজের প্রাচীরের লোহার অ্যাঙ্গেল চুরির ঘটনায় ধৃত ৩
পতিরাম: পতিরাম(Patiram) কলেজের সীমানা প্রাচীরের লোহার অ্যাঙ্গেলগুলি দুই দফায় কেটে কেটে চুরি করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। শনিবার কলেজের তরফে থানায়...
Read more