মালবাজার: ঝাণ্ডির কাছে সুনতালে গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৬,২০০ ফুট। এবার গ্রামে প্রথম পুজো হচ্ছে। পুজোর থিম ‘স্বর্গে দুর্গাপুজো’। ঢাকের আওয়াজ অনুরণিত হচ্ছে পাহাড়ে। পাহাড়ে পুজোয় মেতেছেন পর্যটকরাও। রীতি মেনে পুজো চলছে। পুজো আয়োজকদের তরফে শুভম পোদ্দার জানান, ৭ অক্টোবর সন্ধ্যায় পাহাড়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে।
আরও পড়ুন : মহাষ্টমীর রাতে নাগারে বৃষ্টি রায়গঞ্জে, জমা জল ডিঙিয়েই চলল প্রতিমা দর্শন