অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (alipurduar) বড় ক্লাব এবং পুজো কমিটিগুলির খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছিল রথের দিন থেকেই। এবার সেই তালিকায় যুক্ত হতে শুরু করল বাড়ির পুজোগুলিও। বৃহস্পতিবার কাঠামো পুজো দিয়ে চৌধুরী বাড়ির এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হল। শুরু হয়েছে মূর্তি গড়ার কাজও।
আলিপুরদুয়ারের বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে ভোলারডাবারির চৌধুরী বাড়ির পুজো অন্যতম। ১১২ বছরের পুরোনো এই পুজো। পুজোর দিনগুলিতে বিভিন্ন নিয়ম থাকলেও প্রতি বছর একটি শুভ দিনেই কাঠামো পুজো হয় বলে জানান পরিবারের সদস্যরা। চৌধুরী বাড়ির সদস্য আরুশা চৌধুরী বলেন, ‘আমাদের বাড়ির পুজোর বিভিন্ন নিয়ম রয়েছে। সেইসব নিয়ম মেনে পুজো হয়। দশমীতে আমাদের পুকুরেই দুর্গা মূর্তি বিসর্জন দেওয়া হয়।’