দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: শরৎকাল মানেই নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুল৷ এই সময় হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত দুই বছর করোনার কারণে সেভাবে ব্যস্ততা চোখে পড়েনি কুমোরটুলিতে। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই রায়গঞ্জের (Raiganj) কুমোরটুলির শিল্পীরা আশাবাদী, এবার তাঁরা ভালো দামের প্রতিমার বরাত পাবেন। সেই আশায় বুক বেঁধে শিল্পীরা প্রতিমা গড়ছেন।
দুর্গাপুজোর আর বাকি প্রায় ১০০ দিন। সাধারণত রথের দিনের পর থেকেই কুমোরটুলির মৃৎশিল্পীদের কাছে ঠাকুরের বায়না আসতে শুরু করে৷ কিন্তু রায়গঞ্জের কুমোরটুলির শিল্পীরা রথের জন্য বসে না থেকে প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন বলে জানান। মৃৎশিল্পী ভানু পাল জানান, গত দুই বছর করোনার কারণে ক্ষতির মুখে পড়েছিলেন। বায়না দিয়েও শেষ পর্যন্ত অনেক পুজো কমিটি প্রতিমা নিয়ে যায়নি। তবে এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শিল্পীরা আশাবাদী, রথের পর থেকে বায়না আসতে শুরু করবে৷
আরও পড়ুন: Dr. Shyamaprasad Mukherjee | ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন