ডিজিটাল ডেস্ক: যথারীতি দুর্গাপুজো নিয়ে আরো একবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত বেঁধেছে। বা বলা ভাল তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রসঙ্গত, দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। আর সেই স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায়। কিন্তু সেই অনুষ্ঠানে ডাক পাননি রাজ্য সরকারের কেউ। আর তাই নিয়েই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, দুর্গাপূজাকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের পেছনে রয়েছে রাজ্য সরকারের সুপারিশ। আর এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যকে আলাদা রাষ্ট্র ভেবে এধরনের কথা বলেছেন। কার্যত কেন্দ্র সুপারিশ করেছে বলেই রাজ্য দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। একই কথা বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বরং আরও একধাপ সুর চড়ান তিনি। রাজনৈতিক মহলের অনুমান, দুর্গাপূজাকে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান নিয়ে তরজা বাড়বে শাসক ও বিরোধী শিবিরের।
আরও পড়ুন: দুর্গাপূজাকে ইউনেস্কোর স্বীকৃতি দান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বললেন?