উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: বয়স ৪২। উচ্চতা মেরেকেটে ৩ ফুট। আর পাঁচজনের থেকে আলাদা গাট্টিপল্লি শিবপাল দেশের মধ্যে প্রথম ‘বামন’ যিনি চালক হিসেবে ড্রাইভিং লাইসেন্স হাতে পেলেন। প্রতিবন্ধকতাকে জয় করে নজির গড়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর নাম মনোনীত হয়েছে লিমকা বুক অফ রেকর্ডসের জন্য।
বহু প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন হায়দরাবাদের বামন বাসিন্দা গাট্টিপল্লি। গাড়ি চালানোর পরীক্ষায় পাশ করে হাতে পেয়েছেন ড্রাইভিং লাইসেন্স। তবে ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে চুপচাপ বসে থাকতে নারাজ তিনি। এবিষয়ে গাট্টিপল্লি জানিয়েছেন, তাঁরই মতো মানুষদের প্রশিক্ষণ দেওয়ার জন্য গাড়ি চালানো শেখানোর স্কুল খুলতে চান তিনি। এবিষয়ে ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। তাঁর কথায়, একসময় উচ্চতা নিয়ে অনেকেই ঠাট্টা করতেন তাঁর সঙ্গে। তবে, তিনি কখনও আশা ছাড়েননি। চেষ্টা চালিয়ে গিয়েছেন। অবশেষে সাফল্য।