গাজোল: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় শুক্রবার থেকে শুরু হল বিষাণ (একটি নাট্য সংস্থা)-র ৪৫তম নাট্যমেলা। বিষাণের নিজস্ব মঞ্চেই অনুষ্ঠিত হচ্ছে এই নাট্যমেলা। নাট্যমেলায় অংশ নিচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গের ১৪টি নাট্যদল। পাশাপাশি থাকছে বিষাণের নিজস্ব প্রযোজনা। এদিন নাট্যমেলার উদ্বোধন করেন রাজ্য আকাদেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, বিধায়ক চিন্ময় দেব বর্মন, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়ন্ত ঘোষ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দুলাল চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।
বিষাণের নাট্যপরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছর আমরা নাট্যমেলা করে থাকি। এবার ছয় দিনে মোট ১৫টি নাটক মঞ্চস্থ হবে। প্রথমদিন উদ্বোধনের পর প্রথম নাটক থাকছে আমাদের নিজস্ব প্রযোজনা ‘অলীক নগরীর ইতিকথা’। নাট্য সংস্থার সম্পাদক গদাধর রায় জানান, মালদা জেলার অধিবাসী এবং তপশিলি জাতি অধ্যুষিত এলাকা গাজোল। দীর্ঘ ৪৫বছর ধরে এখানে নিয়মিত নাট্যচর্চা করে আসছে বিষাণ। নাট্যচর্চার পাশাপাশি অনুষ্ঠিত হয় নাট্য উৎসব। এবারে ভারত সরকারের আর্থিক সহযোগিতায় এই নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। সেইসাথে গাজোল ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য সংগঠন আর্থিকভাবে সহযোগিতা করছে। সকলের সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত হবে নাট্যমেলা। দীর্ঘদিন ধরে নাট্যচর্চার ফলে গাজোলে বেশকিছু দর্শক আমরা তৈরি করতে পেরেছি। আগামীদিনে এই সংখ্যাটা আমরা আরও বাড়াতে চাই।
আরও পড়ুন : নিশিগঞ্জে বাড়িতে বিধ্বংসী আগুন, মৃত ২ বৃদ্ধা