রায়গঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ বাংলার প্রত্যন্ত গ্রামে দুই সতীনের লড়াইয়ে এক সতীনের কান অপরজন ছিঁড়ে নিল। রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামে ঘটনাটি ঘটেছে। শুক্রবার ওই গ্রামের বাসিন্দা বিপুল দেবশর্মার বড় বউ বেলা দেবশর্মার সঙ্গে ছোট বউ নমি দেবশর্মার বাজার ভাগাভাগি নিয়ে গন্ডগোল শুরু হয়। এরপর হাতাহাতিও হয়। অভিযোগ, হঠাৎই বড় বউ ছোট বউ নমির কান কামড়ে ছিঁড়ে দেয়। এরপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে। ছোট বউ মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচিতে পাড়াপড়শিরা ছুঁটে আসেন। জখম অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে বোর্ড বসে, ওই গৃহবধূকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তবে, ২৪ ঘণ্টার মধ্যে অপারেশন কতটা সফল হয়েছে তা বোঝা যাবে। ঘটনায় জখমের বাবা প্রসাদ সিংহ থানায় বেলা দেবশর্মা বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পেশায় রাজমিস্ত্রি বিপুল দেবশর্মা জানিয়েছেন, বাজার করে ছোট বউকে দিয়ে, তা দু’জনে ভাগ করে নিতে বলে তিনি কাজে চলে গিয়েছিলেন। তিনি ফোন মারফত ঘটনাটি জানতে পারেন। অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
‘আগুন নিয়ে খেলছেন বিজেপির জনপ্রতিনিধিরা’, মন্তব্য ‘গদ্দার’ সুমনের
কলকাতা: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার যে দাবি বিজেপির কিছু নেতা-নেত্রী তুলছেন তা রীতিমতো আগুন নিয়ে খেলা করার সমান। সোমবার...
Read more