গুয়াহাটি: ভূমিকম্পে কেঁপে উঠল অসম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, বুধবার বিকেল ৪টা ১২মিনিটে তেজপুর থেকে ৬২ কিমি পশ্চিম ও উত্তর-পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। তীব্রতা ছিল ৩.৫ রিখটার। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Earthquake of magnitude 3.5 on the Richter scale occurred 62km west-northwest of Tezpur, Assam at 1612 hours today: National Center for Seismology (NCS)
— ANI (@ANI) September 29, 2021