ঢাকা: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।
An earthquake of magnitude 4.1 on Richter Scale & depth 50 km hit Bangladesh at 08:51 IST today: National Centre for Seismology (NCS) pic.twitter.com/a1CsvdUrpx
— ANI (@ANI) October 24, 2020
- Advertisement -
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৫১ মিনিট নাদাগ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন প্রান্ত ভূমিকম্পে কেঁপে উঠছে। এভাবে একের পর এক ভূমিকম্পে চিন্তার ভাঁজ পড়েছে ভূবিজ্ঞানীদের কপালে।