উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। সোমবার সকালে কম্পন অনুভূত হয় বাংলাদেশের (Bangladesh) একাধিক এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। এদিন সকাল ৯.০৫ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির (এনসিএস) সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ৪০৯ কিলোমিটার দূরেই ভূমিকম্পের উৎসস্থল। পুরী ও ভুবনেশ্বর থেকেও ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। তবে ভারতে কম্পন অনুভূত হয়নি। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: Iran | নতিস্বীকার! হিজাব আইন পর্যালোচনার ইঙ্গিত ইরানের