উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের একাধিক এলাকা। বুধবার রাতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১ ম্যাগনিটিউড। ভূমিক্মপের জেরে জারি হয়েছে সুনামির সতর্কতা। ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী টোকিও-র কাছে। টোকিও থেকে ২৯৭ কিমি উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের এপিসেন্টার।
An earthquake of magnitude 7.1 occurred 297km Northeast of Tokyo, Japan, at around 8.06 pm today, as per National Center for Seismology.
— ANI (@ANI) March 16, 2022
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, গতকাল রাত ৮টা ৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে টোকিও সহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকার মাটি। এরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপান মেটারোলজিকাল এজেন্সি। প্রথম কম্পনের পর কয়েকবার কম্পন অনুভূত হয় জাপানে। তবে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন : জেলেনস্কি বাহিনীর পালটা জবাবে ২১ দিনেও ইউক্রেন দখলে ব্যর্থ রাশিয়া