ইসলামাবাদ: ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮।
ন্যাশনাল সেন্টার ফর সিসমেলজির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ইসলামাবাদ থেকে ২৮৯ কিলোমিটার উত্তর- উত্তর পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।
Earthquake of Magnitude:4.8, Occurred on 26-10-2020, 04:14:43 IST, Lat: 36.13 & Long: 71.97, Depth: 10 Km ,Location: Pakistan
For more information https://t.co/tXFUcEfPpg@ndmaindia pic.twitter.com/DJmxKSzO4X— National Centre for Seismology (@NCS_Earthquake) October 25, 2020
An earthquake of magnitude 4.8 on the Richter scale occurred at 4:14 am today in Pakistan: National Center for Seismology
— ANI (@ANI) October 25, 2020
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন প্রান্ত ভূমিকম্পে কেঁপে উঠছে। রবিবারই ভূমিকম্প অনুভূত হয় মনিপুরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। আবার মহারাষ্ট্রেও ৩.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গত শনিবার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৫১ মিনিট নাদাগ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। এভাবে একের পর এক ভূমিকম্প কোনও বড় দুর্যোগের ইঙ্গিত কিনা, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভূবিজ্ঞানীদের কপালে।