নয়াদিল্লি: ফের ভূমিকম্প দিল্লিতে(Delhi)। চলতি মাসে চতুর্থবার কেঁপে উঠল রাজধানী। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ নয়াদিল্লি থেকে ৮ কিলোমিটার পশ্চিমে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিমি গভীরে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই।
An earthquake of magnitude 2.5 occurred 8 km west of New Delhi at around 9.30pm today. The depth of the earthquake was 5 km below the ground: National Center for Seismology pic.twitter.com/f0V0A2Mtky
— ANI (@ANI) November 29, 2022
নভেম্বর শুরুতে দিল্লিতে তিনবার ভূমিকম্প হয়েছিল। এই নভেম্বরেই ভূমিকম্প হয়েছিল পঞ্জাবের অমৃতসর ও সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। এমনকি, কেঁপে উঠেছিল হিমাচলপ্রদেশ। ১৬ নভেম্বর রাতে কম্পন টের পাওয়া গিয়েছিল মান্ডি শহর থেকে ২৭ কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে। উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিমি গভীরে।