আসানসোল: কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে আসানসোলে (Asansol) ইসিএলের সালানপুর এরিয়ার সমস্ত কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হলেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা৷ বৃহস্পতিবার সকালের এই বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় কয়লা উৎপাদনের কাজ। তবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কয়লা পরিবহণ।
সালানপুর এলাকায় মোট ছয়টি কয়লা খনি রয়েছে। এদিন সকাল থেকে ছয়টি কয়লা খনি সহ এরিয়া অফিসের সমস্ত কাজ বন্ধ করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। অভিযোগ, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে তাঁরা কয়লা খনিতে নিরাপত্তার কাজ করে আসছেন। এখন ইসিএল বলছে তাদের বেসরকারি নিরাপত্তারক্ষীর প্রয়োজন নেই। ১৭৩ জন নিরাপত্তারক্ষী ও তাঁদের পরিবারের কথা ইসিএল ভাবছে না। তাই অবিলম্বে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শামিল হন তাঁরা। পুনর্বহাল না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। যদিও পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে ইসিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বর্ধমান সানমার্গ চিটফান্ড মামলায় চার্জশিট দিল সিবিআই, পিছিয়ে গেল রাজু সাহানির জামিন