কলকাতা: কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ গুরুপদ মাজিকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, তিনদিন ধরে তাঁকে জেরা চলছিল। তদন্তে অসহযোগিতার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কয়লা কাণ্ডে কোমর বেঁধে নেমেছে সিবিআই। কলকাতা, বাঁকুড়া, আসানসোল সহ বহু জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। অভিযুক্তেদের বাড়িতে হানা দিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুরুলিয়ার সাঁতুড়ি বলিতোড়ায় গুরুপদ মাজির বাড়ি ও অফিস সহ চার জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এরপর গতবছর সেপ্টেম্বরে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ী নারায়ণ নন্দ, গুরুপদ মাজি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে জামিনে ছাড়াও পেয়ে যান গুরুপদ। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে ইডি।
আরও পড়ুনঃ উত্তরে বাড়বে বৃষ্টিপাত, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?