কলকাতা: হলদিয়ায় পাইপলাইন থেকে ৮০ টন অপরিশোধিত ভোজ্য তেল চুরির অভিযোগ উঠল। হলদিয়ার ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থার কর্তৃপক্ষ ইতিমধ্যে হলদিয়া থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেছে। ৯ নভেম্বর হলদিয়া বন্দরে অপরিশোধিত ভোজ্য তেল আনা হয়। ১১ নভেম্বর ৮০ টন তেল কম এসেছে দেখা যায়। পরে পরীক্ষা করে দেখা যায় রানিচক ও চিরঞ্জীবপুরের মধ্যে পাইপলাইনে ফুটো করে তেল চুরি করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেল চুরির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।