ডিজিটাল ডেস্ক : বিগত দিনে পেট্রোল-ডিজেলের সাথে সাথে দাম বেড়েছিল ভোজ্য তেলেরও। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির জেরে কার্যত দিশাহারা হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে কেন্দ্র পেট্রোল ডিজেলের উপর শুল্ক কমানোয় অনেকটাই দাম কমেছে জ্বালানির। আর এবার ভোজ্য তেলের দামও এক ধাক্কায় অনেকটা কমে গেল। এর পেছনে অন্যতম কারণ হল- ইন্দোনেশিয়া ভোজ্য তেলের রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা আপাতত তুলে নিয়েছে। দেখা যাচ্ছে, সরষের তেলের পাশাপাশি বাদাম তেল, সয়াবিন তেলের দামও কমে গিয়েছে অনেকটাই। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ভোজ্য তেলের দাম কমায় অনেকটাই স্বস্তি পেল।
আরও পড়ুন : দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, কমেছে মৃত্যুও