ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলার দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দী বীরভূমের অবিসংবাদী নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সম্প্রতি সিবিআইয়ের পাশাপাশি অনুব্রত মণ্ডলের ওপর চাপ বাড়াচ্ছে ইডিও। কার্যত অনুব্রত মণ্ডলের যাবতীয় সম্পত্তির খোঁজ পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে ইডি গ্রেপ্তার করেছে। এবং আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরাও করেছে।
যদিও ইডির অভিযোগ, অনুব্রত মণ্ডল তাঁদের অসহযোগিতা করেছেন। আর এবার ইডির তরফ থেকে আরও এক ধাপ এগিয়ে আবেদন করা হয়েছে তাঁরা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায়। এই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ইডি দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছে। আর ইডির এই আবেদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছেন তৃণমূলের অনুব্রত মণ্ডল।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের পক্ষে দিল্লি হাইকোর্টে সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বল। তিনি প্রশ্ন তোলেন, বাংলার মামলায় দিল্লি এনে কেন জেরা করা হবে? অন্যদিকে ইডির তরফ থেকে যুক্তি দেখানো হয়েছে, সায়গল হোসেনকেও একই অপরাধে দিল্লি এনে জেরা করা হয়েছে। আপাতত অনুব্রত মণ্ডলের ভাগ্যে কি রয়েছে? তা নিয়ে কৌতুহল বাড়ছে। শেষ পর্যন্ত কী দিল্লি যেতে হবে অনুব্রত মণ্ডলকে? উত্তরের দিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Partha Chatterjee | ‘স্নানের জল গায়ে ঢেলে দেওয়ার লোক চাই’, নয়া আবদার পার্থর