নয়াদিল্লি, ১৬ জুনঃ ইদ উপলক্ষ্যে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে চলছে নমাজ পাঠ। দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি টুইট করেন, ইদ মুবারক! এই দিন আমাদের সমাজের বন্ধন ও ঐক্য আরও দৃঢ় করুক।
Eid Mubarak! May this day deepen the bonds of unity and harmony in our society. https://t.co/lSeBAUc6JW
— Chowkidar Narendra Modi (@narendramodi) June 16, 2018
- Advertisement -
ইদ উপলক্ষে মুম্বইয়ের মিনারা মসজিদের সামনে নমাজ পাঠ করা হয়। দিল্লির জামা মসজিদ, শ্রীনগরের রাদাপোড়া সহ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে ইদ।