উত্তরবঙ্গ ব্যুরো: আজ খুশির ইদ উৎসব। উত্তরবঙ্গজুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হল পবিত্র ইদ-উল-ফিতর। এদিন সকাল থেকে কচিকাঁচারাও খুশির ইদ উৎসবে মেতে উঠেছে। পুলিশ প্রশাসনের তরফেও শুভেচ্ছা জানানো হয় নমাজ পড়তে আসা সাধারণ মানুষকে। মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি উপেক্ষা করে কুশমন্ডির মোট ৭৬টি ইদগাহে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন নমাজ পড়েন। নমাজ পড়ার আগে কুশমন্ডি থানার তরফে প্রতিটি ইদগাহে পুস্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেন পুলিশ আধিকারিকরা।
মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের খাটের বাড়ি, ১২ মাইল শিমুলতলা মসজিদ, পারডুবি তেঁতুলতলা মসজিদ, মাটিয়ারকুঠি, মানাবারি, বরাইবাড়ি মসজিদ সহ বিভিন্ন মসজিদে ইদ উল ফিতর পালিত হল। এলাকার মসজিদ চত্বর মেলার আকার ধারণ করে। ব্যবসায়ীরা সকাল থেকেই দোকানে পসরা সাজিয়ে বসেন।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, বীরপাড়া, দলদলি, ইসলামাবাদ, ফালাকাটার দেওগাঁও, শালকুমার সহ বিভিন্ন ইদগাহ ময়দানে সকাল থেকেই ভিড় জমান ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। খয়েরবাড়ি-ইসলামাবাদ জামে মসজিদ কমিটির ইমাম জিয়াউর রহমান জানান, বিশ্বশান্তির জন্য এদিন প্রার্থনা করা হয়েছে।
দু’বছর বন্ধ থাকার পর জটেশ্বর ইদগাহতে রমজানের পবিত্র ইদ উৎসব পালিত হল। এদিন সকালে ইদগাহতে ভিড় ছিল চোখে পড়ার মত। প্রায় দু’হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের নমাজ আদায় করেন। ইদে সৌজন্যে সম্প্রীতি বজায় রাখতে ইদগাহতে হাজির হন জটেশ্বর-১ ও ২ তৃণমূল অঞ্চল সভাপতি পঙ্কজ রায়, ও শ্যামল কর।
সম্প্রীতির ইদে মেতে উঠল সুলকাপাড়া। ডুয়ার্সের অন্যতন বড় ইদের নমাজ আদায়ের আসর ফি বছর সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত ওই এলাকার ইদ গাহ ময়দানেই অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক সহ জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝাঁ প্রমুখ।
মালদা শহরের সুভাষপল্লী এলাকার ইদগাহ ময়দানে নমাজ পড়তে যান মুসলিম সম্প্রদায়ের মানুষ। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পু্রপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, উপ পুরপ্রধান সুমালা আগরওয়ালা সহ অন্য কাউন্সিলাররা। নমাজ শেষে একে অপরকে ইদ মোবারকের শুভেচ্ছা জানান।
রতুয়ার বিভিন্ন মসজিদ ও ইদগাহ ময়দানে নমাজ পাঠ সম্পন্ন হয়। এদিন ভোররাতে বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু জায়গায় ইদগাহে নমাজ পাঠের বদলে মসজিদে সম্পন্ন করা হয় নমাজ। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় নির্ধারিত সময়ের নমাজ পাঠ সম্পূর্ণ হয়নি। সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।
ইদ উপলক্ষ্যে মাথাচুলকার একটি ফার্ম হাউসের তরফে মাল সুপার স্পেশালিটি ও চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীদের ফলমূল দেওয়া হল। পাশাপাশি এদিন মেটেলি ব্লকের বিভিন্ন ইদগাহে গিয়ে মিষ্টি ও ফুলের তোড়া দিয়ে ইদের শুভেচ্ছা জানান মেটেলি থানার আইসি নিলাম সঞ্জীব কুজুর।
বালুরঘাট অভিযাত্রী ক্লাব সংলগ্ন মসজিদে অন্যান্যবারের মত এবারও ইদের নমাজ পড়তে ব্যাপক ভিড় দেখা যায়। আট থেকে আশি সকলকেই এদিন ইদের নমাজ পড়তে দেখা যায় বালুরঘাট জামা মসজিদে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, করোনার কারণে প্রায় দু’বছর পর দার্জিলিংয়ে সাড়ম্বরে পালিত হল ইদ উৎসব।