মুম্বই: মহারাষ্ট্রের(Maharashtra) রাজনীতিতে নাটকীয় পরিবর্তন। দেবেন্দ্র ফড়নবিশ নন, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে(Eknath shinde)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা ফড়নবিশ। তিনি বলেছেন, ‘আমি সরকারের বাইরে থাকব এবং সুষ্ঠুভাবে সরকার পরিচালনার বিষয়টি নিশ্চিত করব। শিন্ডে এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন।’ তবে এদিন আর কোনও মন্ত্রী শপথ নেবেন না বলে জানিয়েছেন বিজেপি নেতা। এদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করায় একনাথ শিন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফড়নবিশ এবং অন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘তাঁরা আমাকে মুখ্যমন্ত্রী করেছেন। এটা তাঁদের মহানুভবতা।’ প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে।
আরও পড়ুন : ঔরঙ্গাবাদের নাম বদলে ‘শম্ভাজিনগর’, মন্ত্রীসভার শেষ বৈঠকে সিদ্ধান্ত উদ্ধবের