উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: এবার নিজের হয়ে ভোট প্রচারে ঝাঁপালেন ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার চেতলায় ভোট প্রচার করেন তিনি। ভোট প্রচারের মঞ্চ থেকে বিজেপিকে মিথ্যেবাদীর দল বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রয়োজনে আমরা দেশের সব জায়গায় লড়ব।’ এরপরই বিনয়ের সুরে তাঁকে বলতে শোনা যায়, ‘আমাকে মুখ্য়মন্ত্রীর পদে রাখতে ভোট দিন।’
রাজ্য সরকারের একাধিক উন্নয়ণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরার পাশাপাশি উপনির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, ‘বিজেপি নানরকম চক্রান্ত করবে। পুজোর আগে মাথা ঠান্ডা রেখে ভোট দিন।’ এরপরই তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আপনাদের পাহারাদার, বাংলাকে ভাগ হতে দেব না।’